মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৫ সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

৫ সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : নির্বাচন কমিশন ঘোষিত গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট (মোট ৫টি) সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

 

এ ছাড়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীরাও ফরম সংগ্রহন করতে পারবেন।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৯ থেকে ১২ এপ্রিল প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।

 

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

 

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন