মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, বেগুনি রঙ ধারণ করল পুরো আকাশ (ভিডিও)

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, বেগুনি রঙ ধারণ করল পুরো আকাশ (ভিডিও)

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশে অবস্থিত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর বজ্রপাতের সময় সেখানকার আকাশ কয়েক মুহূর্তের জন্য বেগুনি রঙ ধারণ করে।

পাশের একটি ভবনে স্থাপিত ক্যামেরায় বজ্রপাতের পুরো বিষয়টি ধরা পড়েছে। আর ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে স্ট্রম সেন্টার। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, ভবনের সবচেয়ে উঁচু স্থানে আঘাত হানছে বজ্রপাত। ওই সময় ভয়ঙ্কর কিন্তু সুন্দর দৃশ্যের অবতারণা হয়; যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এরপর ধীরে ধীরে আকাশ বেগুনি রঙ ধারণ করে এবং গাছের শিকড়ের মতো অবয়ব সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) এই বজ্রপাতের ঘটনাটি ঘটে। এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও মক্কায় বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যাবে। এরমাধ্যমে সেখানে দৃশ্যমানতা হ্রাস পাবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আরব উপসাগরে বাতাস দক্ষিণপূর্ব থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলের দিকে প্রবাহিত হবে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন