বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পলাশবাড়ী উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন পোশাক

পলাশবাড়ী উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন পোশাক
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কর্মরত ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যের (দফাদার ও মহল্লাদার) মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত করা হয়।  এসময় গ্রাম পুলিশ সদস্যদের প্রত্যেককে খাকি রঙয়ের ২টি ফুলপ্যান্ট, ১টি নীল রঙের ফুলহাতা শার্ট ও ১টি হাফহাতা শার্ট, ১ জোড়া জুতা, ১ জোড়া মোজা এবং উন্নতমানের ১টি করে বেল্ট দেওয়া হয়। এসময় পলাশবাড়ী উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ  বলেন, দেশের একেবারে তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। দফাদার ও মহল্লাদারদের তৎপরতার মাধ্যমে গ্রামাঞ্চলে অপরাধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রিহান, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফিকুল আমিন মন্ডল টিটু।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন