রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পীরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক শফিকুল ইসলাম আপন দু’ভাই। তাদের ব্যাপক দূর্নীতি, অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগে ব্যানার নিয়ে অভিভাবক, এলাকাবাসী মানববন্ধনে প্রতিবাদ করেছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকার সহ¯্রাধিক নারী পুরুষ ওই মানব বন্ধনে অংশ নিয়ে ওই প্রতিবাদ জানায়। মাববন্ধনে অংশগ্রহন কারিরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও তাঁর সহোদর সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিদ্যালয়টিতে রামরাজত্ব কায়েম করেছে। সাম্প্রতিক সময়ে নিয়োগের নামে দু’ভাই ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যালয় উন্নয়নের অযুহাতে হাতিয়ে নেয়া এসব টাকার কোন উন্নয়ন করা হয়নি। কমিটি গঠনের ক্ষেত্রেও মনগড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ে সরকারি বরাদ্দকৃত কয়েকটি প্রকল্পের সমুদয় টাকা নামমাত্র কাজ করে সমুদয় টাকা ভাগবাটোয়ারা করেছে। এলাকাবাসী ফুঁসে ওঠায় ১৫ দিনের ছুটি দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে আসেননি। ছোট ভাই সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গত ৩দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। তারা বলেন, এসব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেও কাজ হয়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন