রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বাংলাদেশের বিপক্ষে আজ জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে আজ জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ধর্মশালার স্টেডিয়াটি যেনো আলোর নিচে অন্ধকার। অনিন্দ্য সুন্দর প্রকৃতিতে মন ভালো হলেও, ক্রিকেটারদের ইনজুরি ঝুঁকি অন্য যে কোনো ভেন্যুর চাইতে বেশি। নেপথ্যে এ মাঠের আউটফিল্ড। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দেখা গেছে কতটা বাজে আউটফিল্ডে খেলা হচ্ছে। যার সমালোচনা করেছেন ম্যাথু হেইডেন, নাসের হুসেইনরা। তবুও বিসিসিআইয়ের কূটনৈতিক চেষ্টায় সবুজ সঙ্কেত দিয়েছে আইসিসি।

তবে দিন শেষে এ মাঠে খেলতে হবে ক্রিকেটারদের। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ মাঠের আউটফিল্ড যে আদর্শ না তাও স্বীকার করেছেন দুই দলের অধিনায়ক। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, অবশ্যই এটা আদর্শ আউটফিল্ড নয়। ছেলেদের আরো সতর্ক থাকার পরামর্শ দিব। তবে বাউন্ডারির বাঁচাতে তারা ঝাপিয়ে পড়বেই। তখন ইনজুরির ঝুঁকিও থাকবে।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, সাধারণত বৃষ্টি হলে আউটফিল্ডের পরিস্থিতি খারাপ হয়। আসলে আমাদের কিছু করা নেই। যেহেতু আইসিসি সম্মতি দিয়েছে তাই অভিযোগ জানানোরও সুযোগ নেই।  আপাতত ম্যাচেই মনোযোগী হতে চায় বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা। তবে এখনই তৃপ্তির ঢেঁকুর তুলতে চায় না হাথুরুর দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আরো বেশি কঠিন। তবে হোম সিরিজে টি টোয়েন্টিতে ইংলিশদের হারানো হতে পারে টাইগারদের বাড়তি প্রেরণা।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অবশ্যই প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা থাকবেই। তবে নিজেদের খেলা দিয়ে সফল হতে চাই। শুধু এ ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে একপেশে হারে কিছুটা হলেও চাপে ইংল্যান্ড। যদিও এ ম্যাচে আরো আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। একাদশেও আসতে পারে পরিবর্তন। তবে বাংলাদেশকে হারানো কঠিন হবে স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগে বাংলাদেশে আমরা খেলেছি। দারুন কিছু ম্যাচ ছিল। তারা বেশ কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপেও তাদের হারানো সহজ হবে না। তবে একটা পরিসংখ্যানে এগিয়ে টিম বাংলাদেশ। বিশ্বকাপে শেষ ৩ দেখায়, দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এবার তিনের হাতছানি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন