ব্রাজিল দলে ১৭ বছরের এনদ্রিক
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ব্রাজিল দলে চারজন নতুন মুখকে নিয়েছেন কোচ ফার্নান্দো দিনিজ। তাদের একজন আবার ১৭ বছরের সেনসেশন ফেলিপে এনদ্রিক। গত ২৯ বছরের মধ্যে ব্রাজিল দলে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। ১৯৯৪ সালে তার চেয়ে কম বয়সে সেলেসাওদের স্কোয়াডে সুযোগ মিলেছিল কিংবদন্তি রোনালদো নাজারিওর। আর্জেন্টিনার বিপক্ষে ২২ নভেম্বর মারাকানায় ম্যাচের আগে ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে ১৭ নভেম্বর কলম্বিয়ায় গিয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে। এ দুই ম্যাচের জন্য এনদ্রিক ছাড়াও নতুন মুখ তিন ফরোয়ার্ড ব্রাইটনের ২২ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও পেদ্রো, আতলেতিকো মিনেইরোর পাউলিনহো (২৩) ও পোর্তোর পেপে (২২)। আগামী জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিক ব্রাজিলিয়ান লিগের সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত তিন গোল করে দিনিজের নজর কাড়েন। লিগ শীর্ষের বোটাফোগোর বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে পড়া পালমেইরাসকে ৪-৩ গোলের জয়ের পথ করে দেন এনদ্রিক জোড়া গোল করে। পরের ম্যাচে তার একমাত্র গোলেই জয় পায় পালমেইরাস। সব মিলিয়ে চলতি মৌসুমে ২২৫১ মিনিট মাঠে থেকে করেছেন ১১ গোল। এনদ্রিককে নিয়ে কোচ দিনিজ বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার সবরকম গুণ আছে। একজন ছেলে যে ২০০৬ সালে জন্মেছে, আমার নজর কেড়েছে এবং এই মুহূর্তে সে দারুণ ফর্মেও আছে। ব্রাজিলে বড় সব ক্লাবের বিপক্ষে অসাধারণ খেলছে।’ গত সপ্তাহে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। আগামী বছর জুনের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। আর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কাসেমিরো। আন্থনিরও জায়গা হয়নি।
ব্রাজিল দল
গোলকিপার : এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি। ডিফেন্ডার : ব্রেমার, মার্কিনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়াল, রেনান লোদি। মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জোয়েলিংটন, রাফায়েল ভেগা, রদ্রিগো। ফরোয়ার্ড : এনদ্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পাউলিনহো, পেপে, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।