শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্লে-অফের আগেই বিপিএলে আজ ‘এলিমিনেটর’ ম্যাচ

প্লে-অফের আগেই বিপিএলে আজ ‘এলিমিনেটর’ ম্যাচ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী, এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলের ৩য় এবং ৪র্থ স্থান থেকে উঠে আসা দল খেলবে সেই ম্যাচ। বাদ পড়বে হেরে যাওয়া দল। বলা চলে, বিপিএলের নকআউট ম্যাচ। তবে, সেই প্লে-অফের আগেই অন্যরকম এক এলিমিনেটর ম্যাচ দেখতে হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ ডে আজ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। দুপুর দেড়টায় শুরু হবে এবারের বিপিএলের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। পরিস্থিতি অনুযায়ী, এই ম্যাচটিই মর্যাদা পাচ্ছে এলিমিনেটরের। চারে থাকা চট্টগ্রাম এবং পাঁচে থাকা খুলনা নিজেদের ভাগ্য রচনা করবে এই ম্যাচের মধ্য দিয়ে। চট্টগ্রামের জন্য সমীকরণ একটিই। খুলনা টাইগার্সের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। তা না হলে, খুলনার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানেও স্বস্তি নেই চট্টগ্রামের। রানরেটে খুলনাকে টপকে যেতে অসাধ্য এক কাজই করতে হবে। চট্টগ্রাম যদি নিজেদের ম্যাচে হেরে যায়, তবে খুলনাকে সিলেটের কাছে ১৩৯ রানের ব্যবধানে হারতে হবে। তা না হলে, খুলনা ম্যাচ হেরেও চলে যাবে প্লে-অফে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে চট্টগ্রামের পয়েন্ট হবে ১৪। এরপর খুলনা বা বরিশালের ম্যাচে যাইই ঘটুক না কেন, তাতে চট্টগ্রাম থাকবে নিরাপদে। তাদেরকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচে। খুলনার অবস্থাও চট্টগ্রামের মতোই। যেকোনো মূল্যেই জিততে হবে চট্টগ্রামের বিপক্ষে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। আজ চট্টগ্রাম জিতলে তারা চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। সেক্ষেত্রে বরিশালের হারের দিকে তাকিয়ে থাকতে হবে তালহা জুবায়েরের শিষ্যদের। সেখানেও আছে রানরেটের বিশাল মারপ্যাঁচ। খুলনার জন্য অবস্থাটা তাই এমন, হারলেই সরে যেতে হবে প্লে-অফের রেস থেকে। সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতেও লাভ হচ্ছে না আনামুল হক বিজয়দের। আর চট্টগ্রামকে হারিয়ে, পরের ম্যাচ হারলেও খুব একটা বিপদ নেই খুলনার জন্য। সবকিছু বিবেচনায় চট্টগ্রামের মাঠে বড় এক ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন