রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মেসির সামনে আরেক শিরোপার হাতছানি!

মেসির সামনে আরেক শিরোপার হাতছানি!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গত কিছুদিন ধরে লিওনেল মেসি বেশ কয়েকবারই বলেছেন, ফুটবল থেকে আর কিছু চাওয়ার নেই তার। বিশ্বকাপ জেতার পর থেকে অন্য কিছু ফুটবল থেকে প্রত্যাশা করছেন না তিনি। কিন্তু, বাস্তবে মেসির জয়ের ক্ষুধা কমেনি কোন অংশে। বরং আরও শিরোপা জিততে মুখিয়ে আছেন এলএমটেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেসিরই বর্তমান ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। মেসির স্পর্শে মাত্র ৭ ম্যাচেই বদলে গিয়েছে তারা। মেসিও হয়েছেন রেকর্ড শিরোপার মালিক। কিন্তু এরমাঝেই নাকি পরের ম্যাচের সূচি জানতে চাইছেন এই আর্জেন্টাইন। হোর্হে মাসের ভাষায়, ‘লিওনেল মেসি এরই মধ্যে বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনাল নিয়ে ভাবছে। সে এতটুকু ছাড় দেয় না!’ মেসির পরের ম্যাচটাও অবশ্য সেমিফাইনাল। যেখানে জিতলে আরও একবার ফাইনালে দেখা যাবে তাকে। বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে তার দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরাতন আসর ‘ইউএস কাপ’ এর সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি এফসি। শতবছরের পুরাতন এই প্রতিযোগিতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রায় একশটি ক্লাব। বাংলাদেশ সময় ২৪ আগস্ট (বৃহস্পতিবার) ভোর ৫টায় সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। সেদিনই অপর সেমিফাইনালে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে রিয়েল সল্ট লেক।

ফাইনালে উঠতে পারলে এই সেমিফাইনালের জয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাবেন মেসি। সেই ফাইনাল হওয়ার কথা চলতি মাসের ২৮ তারিখ। সেই শিরোপার স্বাদটাও নিশ্চয়ই পেতে চাইবেন মেসি। কারণটা স্পষ্ট হোর্হে মাসের কথাতেই, ‘মেসি এতটুকু ছাড় দিতে চান না!’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন