টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। অপরদিকে এখনও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) দল দুটি মুখোমুখি হয়েছে। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ লখনৌর ইকানা স্টেডিয়ামে খেলতে নেমেছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। রৌদ্রোজ্জ্বল ভেন্যুটির পিচ কিছুটা ঘাসে ঢাকা। এর ফাঁকে উঁকি দিচ্ছে লালচে মাটি। পিচ রিপোর্টে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার সিমারদের কিছুটা সহায়তা মিলতে পারে বলে আভাস দিয়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা বেশি সুবিধা পেতে পারেন।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।