শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফিরলেন মেসি, শেষ মুহূর্তের গোলে মিয়ামির জয়

ফিরলেন মেসি, শেষ মুহূর্তের গোলে মিয়ামির জয়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় অরল্যান্ড সিটির বিপক্ষে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। দলের প্রধান তারকা না থাকায় ম্যাচটি জিততে পারেনি মিয়ামি। এতে টানা পাঁচ ম্যাচের জয়রথ থেমে যায় মিয়ামির। এক ম্যাচ পর আজ মাঠে ফেরেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার ফেরার দিনে কষ্ট হলেও শেষ মুহূর্তে জয় পেয়েছে মিয়ামি। বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে শেষ মুহূর্তে ডিসি ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারায় মেসির মিয়ামি। দলের হয়ে গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা লিওনার্দো কাম্পানা। ম্যাচের যোগকরা সময়ে ৯৪ মিনিটে গোলটি করেন তিনি। মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায়। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক। ৪৩ মিনিতে সহজ মিস করেন ক্রেমাসি। জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি তিনি। সামনে থাকা একমাত্র গোলরক্ষকের গায়ে বল মারেন তিনি। গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধ্বেও খেলতে নেমে দুই দল পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। কিন্তু এই অর্ধেও কেউ গোলের দেখা পায়নি। অবশেষে ৯৪ তম মিনিটে ম্যাচের যোগকরা সময়ে মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা লিওনার্দো কাম্পানা। শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস জয়ে হাসিমুখে মাঠ ছাড়েন মেসিরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন