শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শিবলীর সেঞ্চুরিতে ফাইনালে উড়ছে বাংলাদেশ

শিবলীর সেঞ্চুরিতে ফাইনালে উড়ছে বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে বারবার হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এখন পর্যন্ত ৩ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে ফাইনাল হারতে হয়েছে প্রতিবারই। এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে নেমেছে জুনিয়র টাইগাররা। আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলীর ব্যাটে ভর করে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে রীতিমত উড়ছে বাংলাদেশের যুবারা।

রোববারের ফাইনালে বাংলাদেশকে টসে জিতে আগে ব্যাট করতে পাঠিয়েছিল আরব আমিরাত। দুবাইয়ের উইকেটে সেই সিদ্ধান্ত যেন শাপে বর হয়ে এসেছে জুনিয়র টাইগারদের জন্য। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা শিবলী আজও পেয়েছেন সেঞ্চুরির দেখা। চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তার দারুণ ব্যাটের সুবাদে ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান। জিশান আলমের সঙ্গে ওপেনিং জুটিটা খুব বেশি বড় না হলেও রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রান যোগ করেছেন শিবলী। রিজওয়ান ফিরে গেলেও শিবলী আছেন অবিচল। আরিফুলকে নিয়ে দলকে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের পথে। পেয়েছেন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও। এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন এই তরুণ। ফাইনালে  ১২৯ বলে দেখা পেয়েছেন আসরে নিজের দ্বিতীয় শতকের। চলতি বছরটাই অবশ্য বেশ দারুণ কাটছে যুব ক্রিকেটদলের উইকেটরক্ষকের জন্য। এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে রান পেয়েছেন আর সব ম্যাচেই। গ্রুপপর্বে জাপানের বিপক্ষে ৫৫ রানের পর, আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আসে ১১৬ রানের দারুণ এক নক। এর আগে নভেম্বরেই ইংল্যান্ডের বিপক্ষে ৬২ এবং ভারতের বিপক্ষে ১৩৫ রানের আরও দুটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন শিবলী। সবমিলিয়ে সময়টা যেন বাংলার এই তরুণ উইকেটরক্ষকের খুব ভাল যাচ্ছে, তা অনায়াসে বলা যায়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন