মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আট বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে রেনেটা

আট বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ দেবে রেনেটা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড। জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০১৬ সালে ১০০ শতাংশ (৮৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে। কোম্পানির তথ্য মতে, ১৯৭৯ সালে তালিকাভুক্ত কোম্পানটির ২০২৩ সালে কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৩১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৮৩ টাকা। তাতে কোম্পানির ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১টি প্রতিটি শেয়ারে আয় দাঁড়িয়েছে ২০ টাকা ২১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৬ টাকা ২৫ পয়সা করে নগদ লভ্যাংশ অর্থাৎ ৭১ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৬৮ টাকা নগদ লভ্যাংশ দেবে। এর আগের ২০২২ সালে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছিল ৫১১ কোটি ১০ লাখ টাকার বেশি। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৪৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ আর ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এর আগে ২০২১ সালে ১৫৫ শতাংশ, ২০২০ সালে ১৪০ শতাংশ, ২০১৯ সালে ১১০ শতাংশ, ২০১৮ সালে ১১০ শতাংশ, ২০১৭ সালে ১৪৫ এবং ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তবে তার আগে ২০১৪ সালে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ২০১৪ সালের পর থেকে ২০২৩ সালে সর্বনিম্ন লভ্যাংশ দিলো কোম্পানিটি। পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ৫০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ ডিসেম্বর। ওদিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। মুনাফা অর্ধেক কমার বছরের কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ২৬৬ টাকা ২২ পয়সা। এর আগের বছর ছিল ২৫৬ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন