মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মন্থর ওভার রেট, পাকিস্তানকে জরিমানা

মন্থর ওভার রেট, পাকিস্তানকে জরিমানা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এটাকেই বোধহয় বলে, ‘মরার ওপর খাঁড়ার ঘা।’ একে তো ম্যাচ হারের হতাশা সঙ্গী পাকিস্তান দলের, তারওপর শাস্তিও পেতে হতে দলটির ক্রিকেটারদের। মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাবর আজমদের। চেন্নাইয়ে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে হেরে যাওয়া ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে পারেনি পাকিস্তান। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের পর অন্তত এক ওভার করা হলে নির্দিষ্ট দলের ম্যাচ ফি ৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হয়। পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম করেছে। তাই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন বাবর। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এখন পর্যন্ত বিশ্বকাপের ৬ ম্যাচে পাকিস্তান মাত্র দুটিতে জিতেছে। ১৯৯২-এর বিশ্বকাপজয়ীদের পারফরম্যান্স পুরো বিশ্বকাপজুড়েই নড়বড়ে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। আগামী ৩১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে লড়বেন বাবর-রিজওয়ানরা।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন