রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাঝ আকাশে বড় বিপদের মুখে গাম্বিয়ান ফুটবল দল

মাঝ আকাশে বড় বিপদের মুখে গাম্বিয়ান ফুটবল দল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :   জাতীয় পতাকা হাতে নিয়ে, নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে আফ্রিকান কাপ অব নেশন্সে অংশ নিতে রওয়ানা করেছিল গাম্বিয়ার জাতীয় ফুটবল দল। তাদের গন্তব্য ছিল আইভরি কোস্ট। ওখানেই বসবে এবারের আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে, এরইমাঝে ঘটে গেল বড় বিপত্তি। যার কারণে প্রাণ হারানোর শঙ্কাও জেগেছিল বিমানের ভেতরে। বিমান উড্ডয়নের পরপরই কিঞ্চিৎ গোলযোগের মুখে পড়তে হয় তাদের। এরপরেই ধরা পড়ে বিমানে অক্সিজেন সংকটের বিষয়টি। তবে ততক্ষণে বিমান ছিল মাঝআকাশে। সিদ্ধান্ত নিতে নিতেই পার হয়ে যায় নয় মিনিট। অবস্থা বেগতিক দেখে বানজুল বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।  যদিও ততক্ষণে যাত্রী হিসেবে থাকা গাম্বিয়ান ফুটবলারদের অবস্থা সঙ্গীন হতে শুরু করেছে। বানজুল বিমানবন্দরে যখন বিমান ফিরে আসে ততক্ষণে এই অক্সিজেন সংকটেই কেটে গিয়েছে তাদের আধঘণ্টা। দলের কোচ টম সেইন্টফিটসহ বেশিরভাগই অজ্ঞান হয়ে পড়েন। বেলজিয়ান এই কোচ নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমরা সকলেই মারা যেতে পারতাম। সবাই খুব দ্রুত ঘুমিয়ে (অজ্ঞান) হয়ে যাই। আমি সহ। সত্যি বলছি, আমি খুব অল্পসময়ের জন্য স্বপ্নে দেখলাম, আমি মারা গিয়েছি। তবে বৃহস্পতিবারের মধ্যেই গাম্বিয়া দলকে উড়াল দিতে হবে আইভরি কোস্টের দিকে। এছাড়া তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচ মিস করতে পারে। যা হয়ত টুর্নামেন্ট শুরুর আগেই তাদের বিপদে ফেলে যাবে। যদিও এখন পর্যন্ত দলের অনেকেরই জ্ঞান ফিরে আসেনি। এমনকি দলের অনেকে মানসিক অবসাদ এবং ভয়ের মধ্যে আছেন বলে জানিয়েছে গাম্বিয়ান গণমাধ্যম। শেষ পর্যন্ত গাম্বিয়া কবে আইভরি কোস্টে যাবে, সেটাই এখন পর্যন্ত অনিশ্চিত।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন