বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় আগামী সংসদ নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খানসামায় আগামী সংসদ নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলাধীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গারপাড়ার মহিমাসার পুকুর পাড়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের দিক নির্দেশনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোয়ালডিহি ইউনিয়নের আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ধীমান চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ বিশ্বাস, গোয়ালডিহি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শরিফুল ইসলাম,
ভেরভেরি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা চঞ্চল চট্টোপাধ্যায়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরও সেই স্বপ্ন দেখতে হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকে নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না। যুবলীগের নেতা-কর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে আছে এবং থাকবে।

যুবলীগ নেতা-কর্মীরা বিএনপি-জামাত ও দেশবিরোধী চক্রের বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গেল ১৪ বছরেও দেশের উন্নয়নের সুফল আপনারা পাচ্ছেন। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

উক্ত কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, হিটলার রায়, মিজানুর রহমান মিজান, কামরুল হাসান, আব্দুল মতিন শাহ, ইব্রাহিম খলিল, ইসমে আযম খান, প্রদীপ রায়, দুলাল রায়, বাদশা মিয়া, লিটু ইসলাম, গোপাল রায়, মানস রায়, রতন রায়, মিঠুন রায়, জগদীশ চন্দ্র রায়, বিমল চন্দ্র রায়, রিঙ্কু সরকার, রোস্তমসহ আরো অনেকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন