দুবাইয়ে মিমির দুঃসাহসিক কাণ্ড, কী করলেন অভিনেত্রী?
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পূজার ব্যস্ততা শেষে ছুটি কাটাতে দুবাই গেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে এবার তার অনেকে দিনের স্বপ্নপূরণ করেছেন। ঘটিয়েছেন দুঃসাহসিক কাণ্ড! মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়েছেন এই নায়িকা। মিমি যে বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে রয়েছেন, ছুটি কাটাচ্ছেন সেটা তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সেখানে ছুটি কাটানোর একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এবার শেয়ার করেছেন তার স্বপ্নপূরণের ছবি। করেছেন স্কাইডাইভিং! সেখানে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে। ছবি পোস্ট করে তিনি লেখেন, বাকেট লিস্টে টিক দিচ্ছি। অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেইনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য। অপরদিকে মিমির সেই ছবিগুলোতে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, কেমন লাগল? পূজায় মুক্তি পেয়েছে মিমির অভিনীত রক্তবীজ। এতে তার সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদারকে দেখা গেছে। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি।