মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সর্বোচ্চ আর্থিক সক্ষমতার স্বীকৃতি ধরে রাখলো মেটলাইফ বাংলাদেশ

সর্বোচ্চ আর্থিক সক্ষমতার স্বীকৃতি ধরে রাখলো মেটলাইফ বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সুদৃঢ়ভাবে ব্যবসা পরিচালনা ও সময়মতো বিমাদাবি পরিশোধের সক্ষমতার স্বীকৃতি হিসেবে সফলভাবে ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রেখেছে মেটলাইফ বাংলাদেশ।

উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠানের জন্য ‘ট্রিপল এ’-ই সর্বোচ্চ ক্রেডিট রেটিং।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রাব বাংলাদেশ) থেকে এই রেটিং অর্জন করেছে মেটলাইফ।  ২০১০ সাল থেকে টানা ১৩ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফের শক্তিশালী আর্থিক ও ব্যবসায়িক  অবস্থান, মুনাফা করার সক্ষমতা, মানসম্পন্ন সম্পদ থাকার কারণে এ রেটিং ধরে রাখা  সম্ভব হয়েছে।  এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, আমাদের শক্তিশালী আর্থিক সক্ষমতার ফলে আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছি এবং সময়মতো গ্রাহকদের বিমাদাবি পরিশোধ করতে পারছি। এই ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং শুধু একটি স্বীকৃতি না, বরং বিমাখাতে আস্থা বৃদ্ধিতে আমাদের নিরলস প্রচেষ্টার অংশ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন