বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিশ্ববাজারে চিনির দর আরও বাড়লো

বিশ্ববাজারে চিনির দর আরও বাড়লো

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির দর আরও বেড়েছে। বুধবার (৫ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক ধাপ ঊর্ধ্বমুখী হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, গত সপ্তাহে বিশ্ববাজারে চিনির মূল্য ৫ শতাংশ কমেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ভোগ্যপণ্যটির বাজার।

 

আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৩ দশমিক ৬৩ সেন্টে। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে যা ছিল ২২ দশমিক ৮৯ সেন্ট।

 

একই কর্মদিবসে আগামী আগস্টে সাদা চিনির সরবরাহ মূল্য বেড়েছে ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৫৮ ডলার ৮০ সেন্টে। গত সপ্তাহের সবশেষ দিনে তা ছিল ৬৩৩ ডলার ৪০ সেন্ট।

 

বিক্রেতারা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে আখ মাড়াই বাড়ছে। স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে সরবরাহ বাড়াতে পারে তারা। এছাড়া ভারতে বর্ষাকালে প্রত্যাশার চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এতে ফসলটির উৎপাদন বৃদ্ধি পেতে পারে।

 

এছাড়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিট চাষ অঞ্চলে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। ফলে সেখানে আগের বিপণন বর্ষের চেয়ে ২০২৩-২৪ মৌসুমে ফসলটির চাষ ৬ শতাংশ বাড়তে পারে। এতে আগামীতে চিনির দাম কমার সম্ভাবনা রয়েছে।

 

কিন্তু এখন বৈশ্বিক বাজারে সরবরাহ কম রয়েছে। কারণ, বিশ্বের শীর্ষ উৎপাদন অঞ্চলগুলোতে চলতি অর্থবছরে উৎপাদন ব্যাহত হয়েছে। যে জন্য বৈরি আবহাওয়া দায়ী। ফলে সাম্প্রতিক সময়ে চিনির দাম বেড়ে চলেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন