পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে- কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত।।
কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ মাসে ২৪ শিশু পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে শিশুদের মৃত্যুর হার কমাতে অনুষ্ঠিত হয়েছে ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের সাঁতার প্রতিযোগিতা।
ভাসা-২ প্রকল্পের জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে সোমবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন দীঘিতে অনুষ্ঠিত এ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা, কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন, ভাসা প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোতাহার হোসাইন, এরিয়া কো- অর্ডিনেটর তরিকুল হাসান প্রমুখ।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এর উদ্যোগে কলাপাড়ায় ৩১ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে পাঁচ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই শিশুদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ী ১২ কিশোর কিশোরীকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে অতিথিরা। এ সময় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।