বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শোকজের জবাব দুই সাঁতারুর

শোকজের জবাব দুই সাঁতারুর

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সেরা সাঁতারুর দাবি নিয়ে সৃষ্ট মনোমালিন্যের জেরে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিলেন দুই সিনিয়র সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা ও আসিফ রেজা। যা নিয়ে বেশ আলোচনায় ছিল দেশের ক্রীড়াঙ্গন। এরই প্রেক্ষিতে জাতীয় দলের দুই সাঁতারু আসিফ  ও সোনিয়াকে শোকজ করেছিল বাংলাদেশ সাতার ফেডারেশন। অবশেষে সেই কারণ দর্শানো চিঠির জবাব দিয়েছেন দুই সাঁতারু।

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন,‘ দুই দিন আগে তাদের চিঠি পেয়েছি। ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সভায় তাদের চিঠি উথাপিত হবে । সভায় আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ’ দুই সাঁতারু জাতীয় দলের কোচ হামিদের অধীনে অনুশীলন করতে অনিচ্ছা প্রকাশ করে ফেডারেশনের কাছে জাতীয় দল থেকে অব্যাহতি চান। তাদের এই অব্যাহতি চিঠির প্রেক্ষিতে ফেডারেশন তাদের উল্টো চিঠি দেয় অনুমতি ব্যতীত জাতীয় দলের ক্যাম্পে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে। এক সপ্তাহ সময় দেয়া সেই চিঠির উত্তরে অবশ্য তারা মৌখিক অনুমতি নিয়ে অনুপস্থিত ছিলেন বলেন কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। এর আগে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেরা সাঁতারু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন টুম্পা। ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে টুম্পা জাতীয় দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তার স্বামী আসিফ রেজাও একই চিঠিতে স্বাক্ষর করে অব্যাহতি চান।অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় সাঁতার শেষে জাতীয় দলের ক্যাম্পে ছুটি চলছে। পুনরায় ক্যাম্প শুরু প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ আমরা কয়েকদিনের মধ্যে ক্যাম্প শুরুর পরিকল্পনা করছি। আমাদের নিজস্ব পুলে গ্যাস সমস্যায় শীতে গরম পানির সংকট রয়েছে। তাই অন্য পুল ব্যবহার করে ক্যাম্প পরিচালনার বিষয়টি ভাবনায় রয়েছে। ‘

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন