বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৃত সন্তান কোলে নিয়ে মমর প্রতিবাদ!

মৃত সন্তান কোলে নিয়ে মমর প্রতিবাদ!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কোলে মৃত সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ফিলিস্তিনি মা। চোখে-মুখে ভয় ও আর্তনাদের ছাপ! শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলের এম্ফি থিয়েটারের ‘টু গাজা ফ্রম ঢাকা কনসার্টের’ মঞ্চে এমন এক চরিত্রেই দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। মূলত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ওই কনসার্টটির আয়োজন করা হয়। আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট আয়োজিত ওই কনসার্টের পারফর্মে অংশ নেয়া ব্যান্ড ও শিল্পীরা কোনো পারিশ্রমিক নেননি। আর কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে। এদিন কনসার্টে একজন ফিলিস্তিনের মায়ের ভূমিকায় হাজির হওয়া নিয়ে গণমাধ্যমকে অভিনেত্রী মম বলেন, এটা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না। মম আরও বলেন, যেই শিশু জন্মের পরই মারা যাচ্ছে, সে কিন্তু কোনোভাবেই জানে না কেন সে মারা যাচ্ছে। একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ হয় না তার। আমরা তেমনটাই দেখে আসছি ফিলিস্তিন যুদ্ধে। এই যে গণহত্যা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই। সব চরিত্রের নাম হয় না। এ চরিত্রের নাম বলা যেতে পারে মানবতার জন্য। এখানে যেকোনো নাম কিংবা যেকোনো মানুষ হতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন