শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

উলিপুরে স্টেকহোল্ডারস্ কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে স্টেকহোল্ডারস্ কর্মশালা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডারস্ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জেলা এসডিএফ’র আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসডিএফ’র জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। আইসিবি’র জেলা কর্মকর্তা ছামছুন নাহারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসডিএফ এর আইসিবি ওয়াই এন্ড ই জিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক মোখলেছার রহমান, লাভলীহুড এন্ড কমিউনিটি আঞ্চলিক ব্যবস্থাপক আলম আকবর, স্বাস্থ্য ও পুষ্টির আঞ্চলিক ব্যবস্থাপক আবু রাহাত মোঃ রোকনুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়া, জনতা ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখা ব্যবস্থাপক নাজিম হুসাইন প্রমুখ। এছাড়াও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এসডিএফের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকলের কাছে তাদের বিভিন্ন কার্যক্রম ও মিশন তুলে ধরেন। তাদের মিশন হলো সমন্বিত কর্মসূচির সহায়তায় দরিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা। এর মধ্যে উলিপুর উপজেলায় ৪টি ইউনিয়নের ৫০টি গ্রামে আট হাজার ৬৮ জন উপকারভোগী রয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন