বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মু‌ক্তি‌যোদ্ধা পরিবা‌রের বসতভিটাসহ জ‌মি দখ‌লের অ‌ভি‌যোগ

মু‌ক্তি‌যোদ্ধা পরিবা‌রের বসতভিটাসহ জ‌মি দখ‌লের অ‌ভি‌যোগ

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের উলিপুরে এক মু‌ক্তি‌যোদ্ধা পরিবা‌রের বসতভিটাসহ জ‌মি দখ‌লের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট, রামধন এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী আলিমা বেগম (৫০) উলিপুর থানায় এক‌টি নিখিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী।

 

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গে‌ছে, দীর্ঘ ১০ বছর ধ‌রে একই এলাকার আব্দুস ছালাম গংদের সঙ্গে বসতভিটাসহ আবা‌দি ৩৮ শতক জমি নিয়ে আদাল‌তে মামলা চলে আস‌ছিল। দীর্ঘদিন মামলা চলার পর ২০২২ সালের ১৩ মার্চ মামলায় পক্ষে রায় পান ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার। প‌রে চল‌তি বছ‌রের গত ২২ জানুযারি সিনিয়র সহকারী জজ আদালত উলিপুরে সিভিল কোর্ট কমিশনার বি‌রোধপূর্ণ জ‌মির সীমানা নির্ধারণ করে প্রকৃত মা‌লিক আলিমা বে‌গমকে বু‌ঝি‌য়ে দেন। দখল পাওয়ার পর ৭ শতক জ‌মি‌তে ঘর নির্মাণ ও ৩১ শতক জ‌মি‌তে ধা‌নের চারা রোপণ করা হয়।

কিন্তু গত ১৩ ফেব্রুয়ারি আব্দুস ছালাম গংরা আদালতের নির্দেশ অমাণ‌্য করে দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে ঘর, টিনের সীমানা বেড়া ভাঙচুর ও রোপণকৃত ধা‌নের চারা উপড়ে ফে‌লে নতুন করে চারা রোপণ ক‌রে জমিগুলো দখল করে দুর্বৃত্বরা। এ সময় তাদের বাঁধা দিলে বিধবা আমিলা বেগমকে নানা ভয়ভীতি দেখা‌নো হয় ব‌লে অ‌ভি‌যো‌গে উল্লেখ ক‌রেন তি‌নি। এ ঘটনায় আলিমা বেগম বা‌দী হ‌য়ে প্রতিপক্ষ আব্দুস ছালাম (৪০) সহ ১১ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় অভিযোগ দা‌য়ের করেন।

এ বিষয়ে অ‌ভিযুক্ত আব্দুস ছালাম জানান,

আমরা কোন জমি দখল করিনি। আমাদের জমিতে আমরা ধান রোপন করেছি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাটি যেহেতু আদালত অবমাননা করা হয়েছে, এজন্য অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন