শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতারণ করেছে ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৩ সাঁজোয়া ব্রিগেড। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাটে এসব কম্বল বিতারণ করা হয়।

বেংগল ক্যাভালরি-এর আয়োজনে সেনাপ্রধান এর নির্দেশনায় ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা এসব কম্বল বিতারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বেংগল ক্যাভালরির অধিনায়ক ওএসপি,এএফডব্লিউসি,পিএসসি লেঃ কর্নেল সেলিম রেজা, বিজিবিএম,পিবিজিএম, পিএসসি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

শীতে উষ্ণতার পরশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভালো মানের কম্বল পেয়ে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন