বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নবীজি (সা.) এর রওজা পরিদর্শনে নতুন সিদ্ধান্ত

নবীজি (সা.) এর রওজা পরিদর্শনে নতুন সিদ্ধান্ত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে নতুন নিয়ম আরোপ করেছে সৌদি সরকার। এখন থেকে বিশ্বের মুসল্লিরা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি বছরে একবার পরিবদর্শন করতে পারবেন।

রোববার (২৪ ডিসেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাত এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নবীজির রওজা পরিদর্শনে বছরে ৩৬৫ দিনই অনুমতি দেয়া হবে। তবে একজন দর্শনার্থী ৩৬৫ দিনের মধ্যে একবারই এটি পরিদর্শনের অনুমতি পাবেন। নবীজির রওজা পরিদর্শনে নুসুক বা তায়াওক্কাল অ্যাপস থেকে অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনায় আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট প্রদান করতে হবে।

হযরত মুহাম্মাদ সা. এর রওজা মোবারক পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত। এটি আল রাওদা আল শরীফা নামে পরিচিত।

গত ছয় মাস আগে শুরু হওয়া ওমরা মৌসুমে প্রায় ১ কোটি মুসল্লি পবিত্র ওমরা পালন করবেন বলে আশা সৌদি আরব কর্তৃপক্ষের।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন