বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘন কুয়াশার জেরে পাকিস্তানের ৩ প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ঘন কুয়াশার জেরে পাকিস্তানের ৩ প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শীত মৌসুমের শুরুতেই পাকিস্তানের তিন প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে দেশটির একটি বিদ্যুৎকেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতেই সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে এই বিভ্রাট দেখা দেয়।

সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, গুড্ডু থার্মাল পাওয়ার প্ল্যান্টের সুইচইয়ার্ডে বিস্ফোরণের পরে শনিবার এবং রোববার গভীর রাতে সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তানজুড়ে বেশ কয়েকটি ছোট ও বড় শহর বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়। মূলত ওই এলাকায় ঘন কুয়াশার কারণে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের সুইচইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। দ্য ডন বলছে, পাঞ্জাব এবং বেলুচিস্তানের সীমান্তবর্তী সিন্ধুর কাশমোর জেলার গুড্ডু শহরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি। গুড্ডু পাওয়ার প্ল্যান্টের একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর বিদ্যুৎকেন্দ্রে বিশাল আগুন ছড়িয়ে পড়ে এবং এর ফলে সুইচইয়ার্ডের তিনটি ৫০০-কিলোভোল্ট উচ্চ ট্রান্সমিশন লাইন ট্রিপ হয়ে যায়। বিস্ফোরণ ও এর জেরে হওয়া ঝলকানি অনেক দূর থেকে শোনা ও দেখা গেছে। পরে বিদ্যুৎকেন্দ্রটিতে অগ্নিনির্বাপক দল কাজ শুরু করে এবং এক ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে প্রযুক্তিগত দলগুলো বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে মেরামতের কাজ শুরু করে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে পাঞ্জাবের ডি.জি. খান, রাজনপুর, রহিম ইয়ার খান; সিন্ধু প্রদেশের কাশমোর, কান্ধকোট, জ্যাকোবাবাদ, শিকারপুর, লারকানা ও সুক্কুর; এবং বেলুচিস্তান প্রদেশের জাফরাবাদ, নাসিরাবাদ, উস্তা মুহাম্মদ, সোহবাতপুর, বোলান এবং সিবি শহরও রয়েছে। প্রায় ১২ ঘণ্টা পরে মুজাফফরগড় থেকে বিদ্যুৎ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইনগুলোতে সরবরাহ শুরু করা হলেও অনেক এলাকা বিদ্যুৎবিহীন থেকে যায় বলে জানিয়েছে ডন। কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি দলগুলো আগুন নেভানোর পর থেকে মেরামতের কাজ করছেন। প্ল্যান্ট থেকে বিদ্যুৎ পুনরায় রুট করা হচ্ছে এবং মেরামত সম্পন্ন হওয়ার সাথে সাথে সম্পূর্ণ পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অবশ্য সন্ধ্যার প্রথম দিকে কুয়াশা দেখা দেওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে চালু হতে বিলম্ব হতে পারে বলেও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ডন। ন্যাশনাল ট্রান্সমিশন অ্যান্ড ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে গুড্ডুর কাছে ৫০০ কেভি এবং ২২০ কেভি ট্রান্সমিশন লাইন ট্রিপিং হয়ে যায়। এতে ৫০০ কেভি সার্কিট ব্রেকারের একটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি বলেন, সুইচইয়ার্ডটি আবার চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশটি জরুরিভাবে প্রতিস্থাপন করা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন