দুপচাঁচিয়ায় অবৈধ আই সেন্টারে ১ লাখ টাকা জরিমানা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে মরিয়ম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ১ লাখ টাকা জরিমানা ও আগামী ২ মাসের মধ্যে সকল বৈধ কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠান চালুর মুছলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এ আদেশ প্রদান করেন। মঙ্গলবার ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, থানার এসআই রাসেল আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স। স্বাস্থ্য বিভাগের কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এবং চিকিৎসা সেবার পরিবেশ না থাকায় উপজেলা সদরের থানা রোডে অবস্থিত মরিয়ম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এ জরিমানা আদায় করা হয়।