এখনো পরিচয় মেলেনি সেই মরদেহের
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এখনো পরিচয় মেলেনি ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্যুটকেস থেকে উদ্ধার হওয়া মরদেহের। এর আগে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাসস্ট্যান্ডের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে অজ্ঞাত এক নারীর রেখে যাওয়া স্যুটকেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুর বাসস্ট্যান্ডে কর্মরত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহিন্দ্রা (থ্রি-হুইলার) করে বোরকা পরিহিত এক নারী ওই বৈদ্যুতিক খুঁটির সামনে আসেন। পরে মাহিন্দ্রা থেকে স্যুটকেসটি নামিয়ে সেখানে রেখে তিনি চলে যান। এ কাজে ওই মাহিন্দ্রায় আসা আরও তিন-চার ব্যক্তি ওই নারীকে সাহায্য করেন। দীর্ঘ সময় ওই নারী ফিরে না আসায় স্যুটকেসটি ওখানেই পড়ে ছিল। পরে বাসস্ট্যান্ডের শ্রমিকদের সন্দেহ হলে বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানায় জানানো হয়। পরে পুলিশ এসে তালা দেওয়া স্যুটকেস খুলে মরদেহটি উদ্ধার করে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম হোসেন ঢাকা পোস্টকে জানান, ওই ব্যক্তিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ছাড়া নিহতের শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, এখনো নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।