শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে নদীতে ডুবে শিশুর মৃত্যু 

ঘোড়াঘাটে নদীতে ডুবে শিশুর মৃত্যু 
মনোয়ার বাবু,ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর শাখা নদীতে ডুবে ৪র্থ শ্রেণীর ছাত্র রাসেল ইসলাম নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার বাড়পাইকার গড় এলাকার মাইলা শাখা নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। মৃত রাসেল ইসলাম(১১) উপজেলার সিংড়া ইউনিয়নের বাড়পাইকার গড়ের লোকমান শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, রাসেল সাঁতার জানতো না। সমবয়সী শিশুদের সাথে দুপুরের দিকে সে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সকলের অলক্ষ্যে নদীর পানিতে ডুবে যায়। পরে বিষয়টি নজরে এলে রাসেলের খোঁজ শুরু হয়। সেসময় শিশুটির পরনের প্যান্ট-সার্ট নদীর তীরে দেখতে পেয়ে সকলে নিশ্চিত হয়, শিশু রাসেল পানিতে ডুবে গেছে।তখন ফায়ারসার্ভিসএ খবর দিলে, স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহোযোগীতায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট ফায়ারসার্ভিসের ষ্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, খবর পাবার পর সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহোযোগীতায় বিশ মিনিটের মধ্যে শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এদিকে নদীর পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন