মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে ০-৩৬মা‌সের শিশুর পুষ্টি সেবা ওরিয়েন্টেশন 

উলিপুরে ০-৩৬মা‌সের শিশুর পুষ্টি সেবা ওরিয়েন্টেশন 
উলিপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে গর্ভবতী রারী,প্রসু‌তি মা ,০-৩৬ মা‌সের শিশুর পু‌ষ্টি সেবা ও কম জন্ম-ওজ‌নের নবজাত‌কের যত্ন উন্নয়‌নে ক‌মিউ‌নি‌টি বেইজড এন‌গেজ‌মেন্ট (‌সি‌বিই) প্রকল্প বাস্তবায়ন উপজেলা পর্যায়ে ও‌রি‌য়ে‌ন্টেশন ইউনি‌সেফ এর আত্মিক  সহ‌যোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হলরুমে উলিপুর  উপজেলায় জাতীয় পু‌ষ্টি‌সেবা চালু উদ্বোধন করা হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেশকাতুল আবেদের সভাপতিত্বে প্রধান   ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন   বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম , হোসেন মন্টু, জেলা সিভিল সার্জন   মনজুর এ মো‌র্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাই চেয়ারম্যান  রিপা সরদার, ইউনিসেফ অফিসার জাহাঙ্গীর, জাকারিয়া চৌধুরী প্রোগ্রাম অফিসার এফ এইচ আই,ডা:জোবায়েত  সামস এম এ সিএডভাইজার এফএইচআই ও সকল ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন  ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন