উলিপুরে ০-৩৬মাসের শিশুর পুষ্টি সেবা ওরিয়েন্টেশন
উলিপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে গর্ভবতী রারী,প্রসুতি মা ,০-৩৬ মাসের শিশুর পুষ্টি সেবা ও কম জন্ম-ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়ন উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ইউনিসেফ এর আত্মিক সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উলিপুর উপজেলায় জাতীয় পুষ্টিসেবা চালু উদ্বোধন করা হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেশকাতুল আবেদের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম , হোসেন মন্টু, জেলা সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাই চেয়ারম্যান রিপা সরদার, ইউনিসেফ অফিসার জাহাঙ্গীর, জাকারিয়া চৌধুরী প্রোগ্রাম অফিসার এফ এইচ আই,ডা:জোবায়েত সামস এম এ সিএডভাইজার এফএইচআই ও সকল ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন ।