শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিরিরবন্দরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

চিরিরবন্দরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।  উল্লেখ্য, এ বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন