শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শিক্ষক নিয়োগ জালিয়াতি চক্রের কলেজের প্রিন্সিপালসহ গ্রেফতার ৩

শিক্ষক নিয়োগ জালিয়াতি চক্রের কলেজের প্রিন্সিপালসহ গ্রেফতার ৩

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সারাদেশে ২ ফেব্রুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের কলেজের প্রিন্সিপালসহ তিন জন গ্রেফতার করেছে পুলিশ।  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের ০৩ (তিন) সদস্য গ্রেফতার ও ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতী চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতী করার উদ্দেশ্যে অবস্থান করছে। তারা ২০থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরীর নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে  বুধবার ৩১ জানুয়ারি  উক্ত চক্রের সাথে জড়িত ৩ জন প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী(৫৩)। তিনি উচাই কলেজের প্রিন্সিপাল আর ২ জন জালিয়াতী চক্রের মূল হোতা বগুড়া  সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে  ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার  হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে  রোকনুজ্জামান রোকন (২৯)। পুলিশ সুপার আরও বলেন, এই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতী প্রতারক চক্রের সাথে আরো ৩/৪ জন জড়িত আছে মর্মে জানা যায়। তারা দেশের বিভিন্ন নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে রাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকরছি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ০৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এই প্রতারক চক্রটি রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করার উদ্দেশ্যে এদের নেটওয়ার্ক বিস্তার করেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন