সিরাজগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামে হেরোইন রাখার দায়ে নারী মাদক ব্যবসায়ী সাবিনা খাতুনকে (৩৭) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে গাঁজা রাখার দায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চোলাই মদ রাখার দায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। সে ওই গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী। রোববার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে ওই গ্রামে সাবিনার বাড়িতে অভিযান চালায় র্যাব -১২ সদস্যরা। এ সময় সে পালিয়ে গেলেও ৪৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৮’শ গ্রাম গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব-১২’র ডিএডি প্রদিপ কুমার সাহা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন।