শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে সাত হাজার মেট্রিক টন চাল মজুত করার অপরাধে ৭ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে সাত হাজার মেট্রিক টন চাল মজুত করার অপরাধে ৭ লাখ টাকা জরিমানা

মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সাত হাজার মেট্টিক টন চাল মজুদ করার অপরাধে স্বীকৃতি অটো রাইসমিলকে ৭ লাখ টাকা একইসাথে দুই পাইকারি চাল ব্যবসায়ীকে অতিরিক্ত মজুতের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৭ ফেব্রুয়ারি ( বুধবার) দুপুরে দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকায় মজুত বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) সাথী দাস।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ।

সদর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) সাথী দাস বলেন স্বীকৃতি অটো রাইসমিলের পাক্ষিক ছাটাই ক্ষমতার ভিত্তিতে খাদ্য বিভাগের নিবন্ধন অনুযায়ী ১ হাজার ২০০মেট্রিক টন চাল মজুদ করতে পারবেন। কিন্তু তার বিপরীতে প্রায় সাত হাজার মেট্টিক টন চাল মজুদ পাওয়া গেছে। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপনন আইন ২০২৩ এর ৩(ঘ) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মিল মালিককে আইনের আওতায় আনা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন