মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমা আদায়

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমা আদায়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

 

দ্বিতীয় পর্বের আগত মুসল্লিদের সঙ্গে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা সকাল থেকেই ইজতেমা ময়দানে আসেন জুমার নামাজ আদায় করতে। এতে মূল পান্ডেল ছেড়েও আশপাশে মুসল্লিদের ঢল নামে। মুসুল্লিরা যায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন।

 

 

 

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ময়দানে জুমার আযান হয়। ১টা ৩৫ মিনিটে খুতবা শুরু হয়। জুমার নামাজ শেষ হয় ১টা ৫৭ মিনিটে। দেশ-বিদেশের কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন নামাজে।

 

এর আগে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। এ ছাড়া সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

 

 

 

জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন