বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সূরা কাউসারে মহানবী সা.-কে কোরবানির নির্দেশ

সূরা কাউসারে মহানবী সা.-কে কোরবানির নির্দেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম বা ইবরাহিম শৈশবেই মারা যাওয়ার পর মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে নির্বংশ বলে দোষারোপ করতে লাগলো। তাদের মধ্যে কাফির আস ইবনে ওয়ায়েলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনও আলোচনা হলে সে বলতো, আরেহ, তার কথা বাদ দাও। সে তো কোনও চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তার মৃত্যুর পর তার নাম উচ্চারণের মতো আর কেউ থাকবে না। এর প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করেন আল্লাহ তায়ালা। (ইবনে কাসির, মাযহারী) এ সূরায় রাসূল সা.-কে হাউজে কাউসারের সুসংবাদ দেওয়া হয়েছে। এই সুসংবাদের কৃতজ্ঞতা হিসেবে নামাজ ও কোরবানি আদায় করতে বলা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন