মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গলাচিপায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গলাচিপায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে গাছের সাথে ঝুলে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম চঞ্চলা রানী দাস (৪৩) রাত্র অনুমানিক তিন টার দিকে ভিকটিমের স্বামী বিছানায় দেখতে না পেয়ে, অনেক খোঁজাখুঁজি পর ভোর সকালে দেখেন বাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে গাব গাছের সাথে গভীর রাতে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে।  এ সময়ে ডাক  চিৎকারে আশপাশের লোক ছুটে আসেন। পরে গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থান থেকে সকাল নয় টায় এস আই মাহতাব  তার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, নিহত চঞ্চলা রানী দাস দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগ শোকে ভুগিতে ছিলেন বলে জানা যায়।  নিহত চঞ্চলা রানী দাস(৪৩) হোগলবুনিয়া গ্রামের নিহার রঞ্জন দাস এর স্ত্রী, এবং একই ইউনিয়নের সুবল চন্দ্র দাস ও নির্মলা রানী দাস এর মেয়ে।  এ বিষয়ে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান জানান, গৃহবধূ চঞ্চলা রানী দাস এর মৃতদেহ পুলিশ উউদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন