শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দৌলতপুরে ক্লিনিক থেকে নবজাতক চুরি, ৪ দিন পর উদ্ধার

দৌলতপুরে ক্লিনিক থেকে নবজাতক চুরি, ৪ দিন পর উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিক থেকে ৩ দিন বয়সী এক নবজাতক চুরির ৪ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়া এলাকার একটি বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়।  উল্লেখ্য পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রামের নিহারুল ইসলামের ছেলে দিপুর সন্তান সম্ভবা স্ত্রীকে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন। গত ৫ ফেব্রুয়ারি দিপুর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তান হয়। গত ৭ জানুয়ারি নবজাতকটির নানি তাকে কোলে নিয়ে বসে ছিল। এ সময় তার পানি পিপাসা লেগেছিল। সেই সময় একজন বোরখা পরিহিত মহিলা তার কাছে এসে দাঁড়ান এবং শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। এই সুযোগে তার শাশুড়ি পানি খেতে যান এবং ফিরে এসে নবজাতকসহ ঐ মহিলাকে আর খুঁজে পাননি। এরপর থেকে র‌্যাব ও পুলিশ একাধিক অভিযান চালিয়েও নবজাতকটির কোন সন্ধান না পাওয়ায় তার পিতা-মাতা চরম উদ্বিগ্ন হয়ে পড়ে।  নবজাতক চুরির ঘটনায় শিশুটির বাবা দিপু বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি মামলা করেন। অবশেষে র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের তৎপরতায় রবিবার রাত ৮টার দিকে গোয়ালগ্রাম মোল্লাপাড়া এলাকার মোঃ হানিফের স্ত্রী নবজাতককে নিয়ে পালিয়ে আসা পলিয়ারা খাতুনকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর প্রতিবেশী  আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজার কাছ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।  র‌্যাব আরো জানায়, নবজাতক চুরির মামলায় পলিয়ারা খাতুন (২৫) তার স্বামী মোঃ হানিফ (৩২), মাহফুজা (৪০) ও তার স্বামী আশরাফুলকে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন