শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিয়ের ২ মাসের মাথায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

বিয়ের ২ মাসের মাথায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলেন্ডার বিস্ফোরণে ছায়েদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আধার মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত অটোরিকশা চালক জাহিদ আলম (২৭) সোনাগাজীর নোয়াবপুর ফতেহপুর গ্রামের কবির আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। গ্যাস ঢোকানোর সময় হঠাৎ অটোরিকশার সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ফিলিং স্টেশনটির কর্মচারী ছায়েদুল ইসলাম রনির শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি অটোরিকশাচালক জাহিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের চাচা মুসলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দুইমাস আগে রনি ফেনী সদর উপজেলার ধর্মপুর কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার রিংকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আগামী সপ্তাহে অনুষ্ঠান করে বউ ঘরে তোলার কথা ছিল। সে দীর্ঘদিন ধরে প্রাইম ফিলিং স্টেশনে চাকরি করতেন। রাতে ডিউটি শেষ করে সোমবার সকাল ৮টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু একটি সিএনজচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মো. শাহীনূর আলম সুমন ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।  ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত ফিলিং স্টেশনের কর্মচারীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন