লাশবাড়ীর শিল্পী হোটেলের মালিক দুলু’র মৃত্যুতে শোক
গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী পৌরশহরের বহুল পরিচিত মেসার্স শিল্পী ভোজনালয় এন্ড রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল এর স্বত্বাধিকারী ও ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী’ বাবা খন্দকার ওছমান গণি দুলু(৭৫) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাসত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারী সোমবার বাদ জোহর পানি উন্নয়ন বোর্ড মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। খন্দকার ওসমান গণি দুলু (৭৫) গুরুতর অসুস্থ অবস্থায় গত পরশু তাঁকে চিকিৎসার জন্য রংপুরের ডক্টরস ক্লিনিকের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৮ফেব্রুয়ারি রোববার দিনগত রাত (১৯ ফেব্রুয়ারি ; সোমবার)২টার দিকে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন).। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন । মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে,পুত্রবধূ, নাতী-নাতনী, পরিবারের অন্যান্য সদস্য, প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন,প্রতিষ্ঠানের কর্মচারি,পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।