মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 (দিনাজপুর) প্রতিনিধি : তাস দিয়ে জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামায় আটক ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন।

আটক ৪ জুয়ারু হলেন উপজেলার দুবলিয়া বাড়াই পাড়ার প্রদীপ কর (৫৫) ও একই এলাকার হীরেন রায় (৪৫), আংগারপাড়া গ্রামের রাশেদ শাহা (৫০) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বড়দহ এলাকার নজরুল ইসলাম (২৫)। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াই পাড়া এলাকায় বাঁশ ঝাড় থেকে এসআই তসির উদ্দিনসহ থানা পুলিশ সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জুয়ারুকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন বলেন, মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে আমরা সর্বদা সজাগ আছি। এটি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সকল পেশার মানুষের সহযোগিতা চাই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন