বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

২ হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে প্রযোজক গ্রেপ্তার

২ হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে প্রযোজক গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাফর সাদিক নামে এক চলচ্চিত্র প্রযোজক। প্রাক্তন ডিএমকে সদস্য ও কর্মকর্তা জাফর মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। প্রযোজক জাফর সাদিক গত ১৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। জানা যায়, ভারত ও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে মাদক পাচার চক্র চলে সেটার মূল হোতা ছিলেন সাদিক। তিনি ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন। সাদিক ৩৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন। আর এসব পার্সেল নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে পাঠানো হয়েছিল। সাদিক তিরুবনন্তপুরম থেকে মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ হয়ে জয়পুরে পালিয়ে গিয়েছিলেন। তিনি তার এই মাদক পাচার থেকে আসা টাকাই বিভিন্ন সিনেমায় বিনিয়োগ করতেন, এমনকি সদ্য মুক্তি পাওয়া মঙ্গাই ছবিতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়েই একটি হোটেল কিনেছেন। গত সপ্তাহে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এরপরই উঠে এসেছে সাদিকের নাম। সেই মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল বলেও তারা জানান। তাদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন