বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু : গাবতলীতে মহাসড়ক অবরোধ

পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু : গাবতলীতে মহাসড়ক অবরোধ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক নারী পরিচ্ছন্নতাকর্মীর নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। দুর্ঘটনার পর উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার ঠিকানা দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি কর্পোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ ঢাকা পোস্টকে জানান, ভোর পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলি-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত আমেনা বেগম নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। গাড়িটি মাটি ভর্তি করে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। তিনি বলেন, ঢাকা মেট্রো চ-১১-৪৭৫৫ নাম্বারের ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক নাজমুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করলে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।

দাবি মানার শর্তে সড়ক অবরোধ প্রত্যাহার

ডিএমপির দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) মো. জামিনুর রহমান খান ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন দাবি উত্থাপন শুরু করেন। তাদের ঝুঁকিভাতাসহ অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে বক্তব্য দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলী তিন রাস্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।  পরে সকাল ১০টার দিকে মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপকের উপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এব্যাপারে দারুস সালাম থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন