ডিলিং লাইসেন্স না থাকায় হোমনার ৭ প্রতিষ্ঠানের জরিমানা;ব্যবসায়ীদেরকে দ্রুত লাইসেন্স করতে বললেন ইউএনও
হোমনায় ডিলিং লাইসেন্স না থাকায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বুধবার দুপুরে হোমনা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় হোমনা বাজারের সাত দোকান মালিককে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের উদ্দেশ্য বলেন, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের ডিলিং লাইসেন্স নেই,তারা যেন দ্রুত ডিলিং লাইসেন্স করে নেন। অন্যথায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এ সময় সাথে থেকে সহযোগিতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান ও থানা পুলিশের একটি দল।