বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিবিদ্ধসহ আহত ১০

মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিবিদ্ধসহ আহত ১০

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের গুরারাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২জন গুলিবিদ্ধসহ  কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার (৬ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি চালিয়ে গুরারাই গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির, তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন (২৫), শামীম আহমদ (২৫) সোহেল মিয়া (৩০), ফরহাদ (৩৫) আরমান মিয়া (৩৪) হাবিবুর রহমান (২২) কাদিরমিয়া (৩০) রাহিম মিয়া (২২) শিহাব মিয়া (৩০) সৈয়দ মুফাচ্ছিল (৪৫)। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশঙ্কাজনকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি এ কে এম নজরুল ইসলাম জানান, দুই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। অভিযান চালিয়ে রিপন মিয়ার বাড়ি থেকে একটি লাইসেন্সধারী শর্টগান উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন