বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঈদযাত্রায় সড়কে নিরাপদ থাকার আমল

ঈদযাত্রায় সড়কে নিরাপদ থাকার আমল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মুসলমানদের বৃহত্তর দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুই দিন আনন্দ প্রকাশের জন্য নির্ধারিত।  ঈদের আনন্দ কীভাবে এলো? এ বিষয়ে হজরত আনাস রা. বলেন, ‘নবীজি সা. যখন মদিনায় আগমন করেন তখন তাদের দুটি দিন ছিল, যাতে তারা উৎসব পালন করত। তিনি জিজ্ঞেস করেন, এ দুটি কিসের দিন? তারা বলল, আমরা জাহেলি যুগে এ দুই দিন খেলাধুলা ইত্যাদি উৎসব পালন করতাম। এ নিয়মই চলে আসছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন