রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুই মাস পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দুই মাস পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে আবারও পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেল থেকে পুরোদমের উৎপাদন কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট খনি কর্তৃপক্ষ।
জানা গেছে, মধ্যপাড়া খনি থেকে তিন শিফটে প্রতিদিন গড়ে ৫ হাজার মে.টন পাথর উত্তোলন করে আসছিলো উত্তোলন কাজে নিয়োজিত খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতিষ্ঠানটি দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হলেও দীর্ঘদিন যাবত খনির পাথর বিক্রিতে ভাটা পড়ায় উৎপাদিত পাথরের বিশাল মজুদ প্রতিনিয়তই বাড়তে থাকে। এক পর্যায়ে চলতি বছর জানুয়ারী মাসের শেষ দিকে অবিক্রিত বিভিন্ন সাইজের এসব পাথরের পরিমান প্রায় ১০ লাখ টনের কাছে গিয়ে দাঁড়ায়। এতে উৎপাদিত পাথর রাখার পর্যাপ্ত যায়গা না থাকায় চলতি বছরের ১ ফেব্রুয়ারী খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পাথর উত্তোলন কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। সেই সাথে খনি থেকে পাথর উত্তোলন কাজে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষনা করা হয়। এদিকে, গেল দু মাসে বিক্রি কিছুটা বাড়লে খালি হতে শুরু করে খনির কোল ইয়ার্ড। ফলে পাথর বিক্রিতে গতি ফিরে আসায় সোমবার (০৮ এপ্রিল) বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু করা হয়। ২৪ ঘন্টা পরীক্ষামূলক উত্তোলনের পর মঙ্গলবার বিকেলে থেকে আবা পুরোদমে উত্তোলন কাজ শুরু কর হয়েছে।

মধ্যপাড়া পাথর খনি পরিচালক (অর্থ) জাকিরুল ইসলাম পাথর উত্তোলন কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন