বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালমনিরহাটের  জেসমিন  অনন্য এক সৃজনশীল প্রতিভার অধিকারি

লালমনিরহাটের  জেসমিন  অনন্য এক সৃজনশীল প্রতিভার অধিকারি
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটের মোছাঃ জেসমিন নাহার বেগম অনন্য এক সৃজনশীল প্রতিভার অধিকারি। তিনি একজন মেধাবী শিক্ষক।
লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া বি.এল. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকতা পেশায়   থেকে তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়নে যে ভাবে সহায়তা করেন –
আইসিটিতে দক্ষতা থাকার কারনে এটুআই কতৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হন  ১৭ফেব্রুয়ারী ২০১৮ খ্রিস্টাব্দে। অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হওয়ার পর
তিনিই সর্বপ্রথম  লালমনিরহাটে নিজ উদ্যোগে নিজ বিদ্যালয় ছাড়াও  ২৬ এপ্রিল ২০১৮ কিশামত হারাটি উচ্চ বিদ্যালয়, ৩০এপ্রিল ২০১৮ কূর্শামারি উচ্চ বিদ্যালয়, ১৯ জুলাই ২০১৮ লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় এবং মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপি মাল্টিমিডিয়া কনটেন্ট বিষয়ক কর্মশালার আয়োজন করছিল। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তার ওই ব্যক্তিগত  উদ্যোগ সতিই প্রশংসনীয়।এছাড়াও তিনি সকল অ্যাম্বাসেডর সহ মহেন্দ্রনগর মহাবিদ্যালয়,শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয়, তালুক মৃতৃংগা কারিগরি  মহাবিদ্যালয়, আদর্শ কলেজ লালমনিরহাট, শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়, কদম তলা উচ্চ বিদ্যালয়, ইটাপোতা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন।
তিনি শিক্ষক বাতায়ন পোর্টালে সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হন ১৩ জুলাই ২০১৮। শিক্ষক সন্মেলন ২০১৯ এ সরকারি খরচে ঢাকা ও ২ দিন কক্সবাজার ভ্রমনের সুযোগ পান এবং সার্টিফিকেট ও উপহার প্রাপ্তি হন। তিনি শিক্ষক বাতায়ন পোর্টালে  সেরা উদ্ভাবক নির্বাচিত হন ১৫ ডিসেম্বর ২০১৯। “জাতীয় সেরা কনটেন্ট নির্মাতা প্রতিযোগিতায়” বিভাগীয় পর্যায়ে ২০১৭ সালে ১৭ তম এবং ২০১৮ সালে ১ম স্থান লাভ করেন।কোভিড-১৯ পরিস্থিতিতে শতভাগ শিক্ষক বাতায়নের সদস্য করনের কাজে লিপ্ত থাকার কারনে উপজেলা প্রশাসন কতৃক সম্মাননা স্মারক প্রাপ্তি হন ২০২১ সালে। ICT4E  জেলা অ্যাম্বাসেডর হিসেবে তিনি রংপুর বিভাগীয় ICT4E
অ্যাম্বাসেডর শিক্ষক সন্মেলন-২০১৯ এ সম্মাননা স্মারক প্রাপ্তি হন। কোভিড-১৯ পরিস্থিতিতে ১০ টির বেশি অনলাইন স্কুলে অনলাইন ক্লাশ  পরিচালনার জন্য এটুআই   ও গ্রামিন ফোন এর যৌথ উদ্যোগে সম্মাননা স্মারক প্রাপ্তি হন ১অক্টোবর ২০২১, শিক্ষক সম্মেলন ২০২১ রংপুর বিভাগ। কোভিড-১৯ পরিস্থিতিতে তিনি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুম ক্লাশ পরিচালনা করেন।
জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বাস্তবায়নের লক্ষে উপজেলা মাস্টার ট্রেইনার ( ৬ষ্ট ও ৭ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে) হিসেবে দায়িত্ব  পালন করেন । জানুয়ারী ২০২৩ সালে লালমনিরহাটের কালিগন্জের  করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এ।  জেলা মাস্টার ট্রেইনার ( ৮ম ও ৯ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে)  হিসেবে দায়িত্ব পালন করেন । ২থেকে ৮ নভেম্বর ২০২৩ নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ। জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বাস্তবায়নের লক্ষে নিদেশ মোতাবেক ইনহাউজ ট্রেনিং (১৭ জানুয়ারী ২০২৪ ইং সাল)  তিনি সম্পন্ন করেন।
স্মার্ট বাংলাদেশ বিণিমানের লক্ষে শিক্ষক সহায়িকা অনুসরণ করে বাস্তব পরিবেশে শিক্ষার্থী কেন্দ্রীক একমূখী শিক্ষা ব্যবস্হা কে  ফলপ্রসূ করতে বদ্ধপরিকর।
প্রসঙ্গতঃ-
সম্প্রতি ঢাকার সোহরাদী উদ্যোন মাঠে মাস ব্যাপী অমর একুশে বই মেলার ১৯ নম্বর স্টলে লালমনিরহাটের লেখক ও কবি মোছাঃ জেসমিন নাহার বেগমের লেখা দায়ভার কাব্যগ্রন্হ বই টি বিক্রি করা হয়েছিল।
প্রকাশিত “দায়ভার” কাব্যগ্রন্থ বইটিতে যে সকল বিষয় বস্তু পঠিত হয়েছে তা পাঠকের হৃদয় স্পর্শ করবে বলে লেখকের বিশ্বাস। লেখক ও কবি
মোছাঃ জেসমিন নাহার বেগম
 ১৯৭২ খ্রিস্টাব্দ ১০ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, নিজপাড়া গ্রামের পিতাঃ অধ্যাপক মোঃ আঃ ছোবহান ও মাতা মোছাঃ জমিলা খাতুনের ৪তম কন্যা। তার
শৈশব ও কৈশোর কাটে গ্রামের মাটি ও প্রকৃতির মাঝে।
১৯৮৩ খ্রিস্টাব্দে নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে।
১৯৮৮ খ্রিস্টাব্দে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পাস করেন। লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচ.এস.সি. ও বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম.এ. পাস করেন(১৯৯৫খ্রিঃ)। ছাত্র জীবনে তিনি রেডক্রিসেন্ট ও বিএনসিসি সংগঠনের সদস্য ছিলেন। তিনি বলেন, সম্প্রতি  একুশে ফেব্রুয়ারিতে তার ১ম লেখা দায়ভার পড়ে পাঠকদের ভালো লাগছে।  তাদের ভালো লাগায় লেখকের পরিশ্রম ও সফলতা অর্জিত হবে। জেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে তার দায়ভার কাব্যগ্রন্থ বই টি আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছিল।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন