সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রংপুরে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগ্নের মৃত্যু

রংপুরে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগ্নের মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় হজরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ওই গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে মজমুল হক ও মো. শাহজাহান মিয়ার ছেলে বুলু মিয়া। তারা সম্পর্কে মামা-ভাগনে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় হজরতপুর গ্রামে দোকানে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য তার মেরামত করার সময় বুলু মিয়া বিদ্যুতায়িত হন। এ সময় মজমুল হক ভাগনে বুলু মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অসাবধানতার কারণে ভাগনে বিদ্যুতায়িত হলে মামা মজমুল হক এগিয়ে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন