শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাজারহাটে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে রোববার ৯ জুন বিকেল ৩ঃ৩০ঘটিকায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জরুরী ভিত্তিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,ফারজানা আক্তার সূবর্না। সভার শুরুতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী ফুল দিয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও ভাইস চেয়ারম্যানদ্বয় অজয় কুমার সরকার ও ফারজানা আক্তার সূবর্ণা কে ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত আইনশৃঙ্খলা সভায় আসন্ন উপজেলার সার্বিকভাবে আইনশৃঙ্খলা কিভাবে শান্তিপূর্ণ রাখা যায় সে বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সমাজসেবী ও সাংবাদিকবৃন্দ উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। উক্ত আইনশৃঙ্খলা সভায় রাজারহাট বাজারের যানজট নিরাসনে অস্থায়ী অটো স্টান্ড নির্মাণ,জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা এবং পন্যবাহী মালামাল লোড আনলোডের জন্য দিনের বেলায় না করে রাতে লোড আনলোড করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে রাজারহাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট বাজারে ইজারাদারদের কে অতিরিক্ত খাজনা নিতে নিষেধ করেন। সমাপনীর ভাষণে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম সমগ্র উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগীতা কামনা করেন,সেই সাথে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মটরসাইকেল আরোহীদের জন্য হেলমেট নিশ্চিত করে মটরসাইকেলে যানবাহনের আহবান জানান।রাজারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়নে সকল কে সহযোগীতার আশ্বাস দেন,সেই সাথে রাজারহাট উপজেলা কে স্মার্ট রাজারহাট বিনির্মানে তিনি তার অঙ্গিকার ব্যক্ত করেন।উক্ত আইনশৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে তারা তাদের মতামত প্রদান করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন